Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ইউনিয়ন কৃষি অফিস
ছবি
label.column.field_office_cism

কী সেবা কিভাবে পাবেনঃ

👍মাঠ ফসল ও উদ্যান ফসল ভিত্তিক পরামর্শ প্রদান।


👍কৃষি ভিত্তিক প্রযুক্তি হস্তান্তর ও প্রদর্শনী স্হাপন। 


👍সরকারী বিভিন্ন প্রণোদনা প্রদান। 


👍কৃষি কার্ড বিতরণ।

সিটিজেন চার্টার

সকল শ্রেণীর কৃষকের জন্য কৃষি সম্প্রসারণ সহায়তা দেয়া :

সব ধরণের কৃষক পরিবারের সকল সদস্য তাদের প্রয়োজন অনুযায়ী যাতে সেবা পেতে পারে তার নিশ্চয়তা দেয়া ।


কৃষকদের দোড়গড়ায় সম্প্রসারণ সেবা প্রদান :

দক্ষ সম্প্রসারণ কর্মীর মাধ্যমে শস্য, মৎস্য, পশুসম্পদ, বন ও পারিবারিক উদ্যোগে কৃষকের সর্বাধিক ব্যয় সাশ্রয়ী সেবা প্রদান করা ।


কৃষি বিষয়ক কর্মসূচী প্রণয়ন ও বিকেন্দ্রীকরণ :

তথ্য চাহিদা চিহ্নিতকরণ ও চাহিদার প্রতি সাড়া প্রদান, স্থানীয় সম্পদ সম্পর্কে তথ্য সংগ্রহ, কর্মসূচী পরিকল্পনা, প্রশিক্ষণ এবং গণমাধ্যম ভিত্তিকভাবে কর্মসূচী প্রণয়ন ।


চাহিদাভিত্তিক কৃষি সম্প্রসারণ :

চিহ্নিত চাহিদা, সমস্যা ও সম্ভাব্যতার উপর ভিত্তি করেই সকল সম্প্রসারণ কার্যক্রম ও গবেষণাদি ও বিষয়বস্ত্ত নির্ধারণ করা ।


৫)  সকল শ্রেণীর কৃষক দলেরসাথে কাজ করা :


কৃষকের কাজে সর্বাধিক সুবিধা পৌঁছে দিতে মাঠ পর্যায়ে বিদ্যমান পারস্পরিক স্বার্থসংশিস্নষ্ট বিভিন্ন প্রকার কৃষকদলের সাথে কাজ করা ।


৬)  কৃষি গবেষণা ও কৃষি সম্প্রসারণ কার্যক্রম জোরদারকরণ :


কৃষকদের উপযুক্ত পরামর্শ দিতে তাদের প্রয়োজনানুযায়ী  কৃষি গবেষণাগারের মাধ্যমে সমস্যার সমাধান বের করতে কৃষি গবেষণা ও কৃষি সম্প্রসারণ-এর সাথে নিবিড় সম্পর্ক গড়ে তোলা ।


সম্প্রসারণ কর্মীদের জন্য প্রশিক্ষণ :

কৃষকদের সেবাচাহিদার উপর ভিত্তি করে সম্প্রসারণ কর্মীদের প্রশিক্ষণ দেয়া ।


উপযুক্ত সম্প্রসারণ পদ্ধতির ব্যবহার :

বিভিন্ন শ্রেণীর কৃষকের সুনির্দিষ্ট সম্প্রসারণ উদ্দেশ্যাবলী অর্জনের লক্ষে সম্প্রসারণ সংস্থা ও কর্মীবৃন্দ খামার পরিদর্শন, গণমাধ্যম, প্রশিক্ষণ, মেলা, পরিদর্শন ও উদ্বুদ্ধকরণ ভ্রমণ এবং অংশগ্রহণমূলক পদ্ধতিসমূহের ব্যবহার ।


সমন্বিত সম্প্রসারণ সহায়তা প্রদান :

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আরও বিভিন্ন সরকারী ও বেসরকারী সংস্থার সাথে সমন্বয় সাধনের মাধ্যমে সম্প্রসারণ সহায়তা প্রদান করে ।


সম্মি­­­লত সম্প্রসারণ কার্যক্রম :

সম্পদসমূহের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার জন্য সংশিস্নষ্ট সংস্থাগুলির মধ্যে তথ্য ও দক্ষতা বিনিময়ের মাধ্যমে সম্প্রসারণ সেবাদান করা ।


পরিবেশ সংরক্ষণে সমন্বিত সহায়তা প্রদান :

প্রাকৃতিক পরিবেশের জীব বৈচিত্রের ভারসাম্য রক্ষায় অনুকূলে ভূমি, পানি ও বায়ুদূষণ ও ভূমিক্ষয় নিয়ন্ত্রণ দূর করা; পরিবেশ সুরক্ষাকারী এবং ব্যবস্থাপনা ও সরকারী এবং ব্যক্তিখাতের পরিবেশ সংক্রান্ত বিষয়াবলী রক্ষার সক্ষমতা বৃদ্ধি করা ।


কৃষি বাণিজ্যিকীকরণ :

কৃষকের উৎপাদিত পণ্যের বাজারজাতকরণে এবং ন্যায্যমূল্য পেতে সহায়তা করা ।


কৃষি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার :

কৃষি বিষয়ক যে কোন তথ্য, পরামর্শ এবং প্রযুক্তি কৃষি কর্মী, কৃষক এবং সাধারণ জনগণের মধ্যে পৌঁছানো ।

label.column.field_projects

১/ অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প। 


২/ কৃষক পর্যায়ে উন্নত মানের ধান,গম,পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ। 


৩/ রাজস্ব প্রকল্প। 


৪/ AGVISELY প্রকল্প। 


৫/ NFLCC প্রকল্প। 


৬/ খামার যান্ত্রিকীকরণ প্রকল্প (ভূর্তকী মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ) 


৭/IPM প্রকল্প। 


৮/ পার্টনার প্রকল্প।

যোগাযোগ

মোবাইল নাম্বার-

01827-862856

Email:

agri.patwoary.bd@gmail.com