শিরোনাম
কুতুবের হাট বাজারে দুই-কক্ষ বিশিষ্ট একটি মডেল ও আধুনিক সুবিধা সংবলিত টয়লেট, প্রস্রাবখানা ও অজুখানা নির্মাণ।
বিস্তারিত
সম্মানিত কুতুবেরহাট বাজার ব্যবসায়ীবৃন্দ,
আপনারা ক্রেতা-বিক্রেতা এবং সর্বসাধারণের জন্য দুই-কক্ষ বিশিষ্ট একটি মডেল ও আধুনিক সুবিধা সংবলিত টয়লেট, প্রস্রাবখানা ও অজুখানা নির্মাণ করে দিচ্ছি। সেনবাগ দক্ষিণ জনপদের জন্য বৃহত্তর একটি বাজার কুতুবেরহাট বাজার। উক্ত বাজারে একটি দৃষ্টিনন্দন দোতলা মার্কেট, বাজার অভ্যন্তরীণ যোগাযোগের রাস্তা, পানি নিষ্কাশনের ড্রেনেজ ব্যবস্থা সেই সাথে বিশ্ব ব্যাংকের অর্থায়নে দক্ষিণ বাজারের একটি দর্শনীয় ব্রিজ কোটি কোটি টাকার বরাদ্দ এনে নির্মাণ করে দিয়েছি ও
করে যাচ্ছি। এরপরও একদল সমালোচক ও পরনিন্দুক আমার বিরুদ্ধে কুৎসা প্রচারে লেগেই আছে। মহান আল্লাহপাক রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করি এ সমস্ত অল্প সংখ্যক লোকদের যেন আল্লাহ হেদায়েত দান করার জন্য। এদের জন্য সত্যিই আমার করুণা হয়।