Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
তরুণদের খেলাধুলার জন্য গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সংস্কার করে খেলাধুলার উপযোগী করা।
বিস্তারিত
পবিত্র কুরআনে উল্লিখিত আছে— "হে ইমানদারগণ তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্যে প্রতিযোগিতা করো এবং সর্বদা আল্লাহর পথে প্রস্তুত থাকো, আল্লাহকে ভয় করো, যাতে তোমরা সফলকাম হতে পারো।’ (সুরা : আলে ইমরান, আয়াত : ২০০)। 
কোনো প্রকার ষড়যন্ত্র কিংবা মিথ্যা অপবাদ নবীপুরের উন্নয়ন, সমৃদ্ধি, অগ্রযাত্রা ও সুশাসন রুখতে পারবে না। 
আমার প্রিয় নবীপুর ইউনিয়নের সম্মানিত নাগরিকবৃন্দ ২০২২ সালের ৩১ শে জানুয়ারি আমার প্রতি যে ভালোবাসা, অবিচল আস্থা ও বিশ্বাস রেখে তাদের পবিত্র আমানত 'ভোট' আমাকে দিয়ে ছিল, তার প্রতিদান আমি রক্তের শেষ বিন্দু থাকা পর্যন্ত দিয়ে যাবো। ইনশাআল্লাহ, এ মূল্যবান আমানত হেফাজতের পবিত্র দায়িত্ব থেকে কখনও বিচ্যুত হবো না। দোয়া করবেন আমি যেন উন্নয়নের এ অগ্রযাত্রায় আপনাদের শামিল করে ইস্পাত কঠিন মনোবলে নিয়ে এগিয়ে যেতে পারি। উন্নয়ন ও সমৃদ্ধি আনয়নের অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারি। আমার প্রিয় নবীপুর ইউনিয়নবাসী আমার পাশে থাকলে সকল কুচক্রীদের ষড়যন্ত্র ও হিংসা নস্যাৎ হয়ে যাবে। ওয়াদা দিয়েছিলাম তরুণদের খেলাধুলার জন্য গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সংস্কার করে খেলাধুলার উপযোগী করে দেবো। তার নিরিখে বালু দিয়ে মাঠটি ভরাট করে দিলাম। আশা করি, এই মাঠে খেলাধুলার আয়োজনের মাধ্যমে এ অঞ্চলের শিশু ও তরুণ সকলের চিত্তবিনোদনের পরিসর কিছুটা হলেও প্রসারিত হবে।
ডাউনলোড
প্রকাশের তারিখ
05/06/2024
আর্কাইভ তারিখ
30/06/2055