শিরোনাম
নবীপুর, শ্রীপদ্দি ও বড় চারিগাঁও এই তিন গ্রামের সীমান্তে হাঁডি পুকুর পাড়ের রাস্তাটি পাকা করার জন্য পুকুরে গাইড ওয়ালের কাজ
বিস্তারিত
যে মানুষগুলো আমাকে সম্মান ও মর্যাদা দিয়েছে, চেষ্টা করি সুযোগ পেলেই তাদের কাছে ছুটে যাওয়ার। আজকে সকাল বেলায় নবীপুর, শ্রীপদ্দি ও বড় চারিগাঁও এই তিন গ্রামের সীমান্তে হাঁডি পুকুর পাড়ের আমার প্রিয় মানুষগুলোর সাথে দেখা করেছি। নির্বাচনের সময় আমি ওয়াদা দিয়েছিলাম এই এলাকার জন দুর্ভোগ দূর করবো- রাস্তা পাকা করে দিয়ে। রাস্তাটি পাকা করার জন্য পুকুরে গাইড ওয়ালের কাজ গতকাল থেকে আরম্ভ হয়েগেছে। আনুষ্ঠানিক উদ্বোধন শীঘ্রই ইনশাআল্লাহ।
এই পৃথিবীতে আমি পরিতৃপ্ত, অনেক মানুষের ভালোবাসা
পেয়েছি এবং অনেক মানুষকে ভালবাসতে পেরেছি।