Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
খাদ্য বান্ধব কর্মসূচি ভোক্তা কার্ডের মাধ্যমে- ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাউল ৪৫০ (চারশত পঞ্চাশ) টাকায় বিত্রয়।
বিস্তারিত

প্রিয় নবীপুর ইউনিয়নবাসী,
আসসালামু আলাইকুম/আদাব

এতদ্বারা নবীপুর ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচি ভোক্তা কার্ডধারীদের জানানো যাচ্ছে যে, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশব্যাপী নিম্ন আয়ের পরিবারগুলোর মাঝে খাদ্য বান্ধব কর্মসূচি ভোক্তা কার্ডের মাধ্যমে- ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাউল ৪৫০ (চারশত পঞ্চাশ) টাকায় বিক্রি করবে ডিলারের মাধ্যমে । সে অনুযায়ী নবীপুর ইউনিয়নেও ৫১৫ জন কার্ডধারীগণের মাঝে চাউল বিক্রয় কার্যক্রম অনুষ্ঠিত হবে। নবীপুর ইউনিয়নের আওতাধীন পশ্চিম ও পূর্ব অঞ্চলের মানুষের জনস্বার্থ বিবেচনায় ২ জন ডিলারের মাধ্যমে চাউল বিক্রয়ের ব্যবস্থা করেছি।

ডিলার- ১: নুরুল আফসার (কুতুবের হাট বাজার)
আগামী ১৫ - ১১ - ২০২৩ইং রোজ- বুধবার, সকাল ৯টায়

ডিলার - ২: জামাল উদ্দিন (নবীপুর চৌরাস্তা বাজার)
আগামী ১৫ - ১১ - ২০২৩ইং রোজ- বুধবার, সকাল ৯টায়

[বি:দ্র:- সংশ্লিষ্ট কার্ডধারীদের নিজ নিজ আওতাধীন ডিলারের কাছ থেকে যথা সময়ে উপস্থিত থেকে  ৪৫০ (চারশত পঞ্চাশ) টাকার বিনিময়ে চাউল সংগ্রহ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। ]

অনুরোধক্রমে-
মোঃ বেলায়েত হোসেন সোহেল, 
চেয়ারম্যান, ৯নং নবীপুর ইউনিয়ন পরিষদ,
সেনবাগ, নোয়াখালী।

ডাউনলোড
ছবি
প্রকাশের তারিখ
14/11/2023
আর্কাইভ তারিখ
30/11/2050