Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
নবীপুর ইউনিয়নের টিসিবি ফ্যামিলি কার্ডধারী ৭৯১ জন মাঝে পণ্য বিক্রয় কার্যক্রম অনুষ্ঠিত হবে।
বিস্তারিত

প্রিয় নবীপুর ইউনিয়নবাসী,

আসসালামু আলাইকুম/আদাব

এতদ্দ্বারা নবীপুর ইউনিয়নের টিসিবি ফ্যামিলি কার্ডধারীদের জানানো যাচ্ছে যে, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশব্যাপী নিম্ন আয়ের পরিবারগুলোর কাছে আরও এক দফায় টিসিবি ফ্যামিলি কার্ডের মাধ্যমে- ২ লিটার সয়াবিন তেল= ২০০/- টাকা + ২ কেজি মসুরের ডাল= ১২০/- টাকা + চাউল ৫ কেজি =১৫০/- টাকা, সর্বোমোট = ৪৭০/- (চার শত সত্তর) টাকায় পণ্য বিক্রি করবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সে অনুযায়ী নবীপুর ইউনিয়নেও ৭৯১ জন কার্ডধারীগণের মাঝে- নিম্মে উল্লেখিত তারিখে পণ্য বিক্রয় কার্যক্রম অনুষ্ঠিত হবে। 

তারিখ : ২৮-০১-২০২৪ইং, রোজ-  রবিবার, সকাল ৯টায়

স্থান: ইউনিয়ন পরিষদ কার্যালয়

গ্রাম: গোপালপুর- ০১, গোপালপুর- ০২, বড় চারিগাঁও, নবীপুর, নলদিয়া ও শ্রীপদ্দি।

তারিখ: ২৯-০১-২০২৪ইং, রোজ- সোমবার, সকাল ৯টায়,

স্থান: ইউনিয়ন পরিষদ কার্যালয়

দেবীসিংহপুর, বিষ্ণুপুর এবং গোবিন্দপুর

[বি:দ্র:- ইউনিয়ন পরিষদ কার্যালয় হতে যথা সময়ে উপস্থিত থেকে  ৪৭০/- (চার শত সত্তর) টাকার বিনিময়ে পণ্য সংগ্রহ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। ]

অনুরোধক্রমে-

মোঃ বেলায়েত হোসেন সোহেল, 

চেয়ারম্যান, ৯নং নবীপুর ইউনিয়ন পরিষদ,

সেনবাগ, নোয়াখালী।

ডাউনলোড
ছবি
প্রকাশের তারিখ
26/01/2024
আর্কাইভ তারিখ
19/08/2050