সেনবাগ উপজেলা থেকে ১৪ কিলোমিটার দক্ষিনে পাকা রাস্তায় নবীপুর ইউনিয়ন পরিষদে আসতে পারবে। সেনবাগ উপজেলা থেকে সিএনজি যোগে ২০ টাকা দিয়ে সেনবাগ রাস্তার মাথায়, সেখান থেকে ছমির মুন্সীরহাট হইয়া কুতুবেরহাট আইচের টেক সিএনজি যোগে ৪০ টাকা দিয়ে আসবেন। নবীপুর ইউনিয়ন পরিষদটি দেবীসিংহপুর গ্রামে অবস্থিত।
(সেনবাগ উপজেলা হতে থেকে সিএনজি যোগে সেনবাগ রাস্তার মাথায় এস সেখান থেকে ছমির মুন্সীর হাট হয়ে কুতুবের হাট আইচের টেকের দেবী সিংহপুরে আসলেই ইউপি কমপ্লেক্স দেখা যাবে।)
বর্তমান চেয়ারম্যান জনাব বেলায়েত হোসেন সোহেল
মোবাইল- 01711116338
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস