ইউনিয়নের জনগণের দপ্তর পরিষদ ভবন। এখান থেকে উন্নয়ন পরিকল্পনা গৃহীত হবে। সেই চত্বরই যদি আলোকিত না হয় আমরা কি করে পুরো ইউনিয়নকে আলোকিত করব। ইউনিয়ন পরিষদ হবে জনগণের আস্থার ঠিকানা এবং উন্নয়নের প্রতীক। মানুষ নানামুখী সমস্যা নিয়ে পরিষদে আসে। সমস্যাগ্রস্থ মানুষ মনস্তাত্ত্বিকভাবে কঠিন সময় পাড়ি দেয় আমরা চাই পরিষদ ভবনে এসে যেন সামগ্রিক পরিবেশ জনগণের মনস্তত্ত্বকে ফ্রেশ করে দেয়। সে আলোকে আমি পরিষদ সাজাতে চেষ্টা করছি। তারই ধারাবাহিকতা নবীপুর ইউনিয়ন পরিষদ ভবনকে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করার জন্য ক্যামেরা স্থাপন করছি।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS