Title
উত্তর বিষ্ণুপুর তা’লীমুল কোরআন নূরাণী মাদ্রাসা-উন্নয়নের জন্য অনুদান
Details
কোমলমতি ছেলে মেয়েদেরকে দ্বীনি শিক্ষায় কোরআনের আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে- উত্তর বিষ্ণুপুর তা’লীমুল কোরআন নূরাণী মাদ্রাসা (ইসমাইল জাগিদার বাড়ির দরজা সংলগ্ন) উন্নয়নের জন্য ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা কমিটির নিকট হস্তান্তর করলাম। উপস্থিত ছিলেন মসজিদের সম্মানিত খতিব, স্থানীয় ইউ.পি সদস্য এবং বিষ্ণুপুরের আমার প্রিয় মানুষগুলো।
পর্যায়ক্রমে নবীপুর ইউনিয়নের দ্বীনি প্রতিষ্ঠানগুলোতে দ্বীনি জ্ঞান প্রসারে খেদমতে আমার অর্থ সাহায্য অব্যাহত থাকবে ''ইনশাআল্লাহ''।