Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় ২০২৩-২০২৪ অর্থ বছরে বর্ধিত কোটায় বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা এবং প্রতিবন্ধীদের ভাতা প্রদান আবেদন প্রসংঙ্গে
Details
প্রিয়, নবীপুর ইউনিয়নের সম্মানিত নাগরিকবৃন্দ,
আসসালামু আলাইকুম /আদাব,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় ২০২৩-২০২৪ অর্থ বছরে বর্ধিত কোটায় বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা এবং প্রতিবন্ধীদের ভাতা প্রদান করা হবে। ভাতা প্রাপ্তির জন্য প্রযোজ্য ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারে এসে আবেদন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।  
✅ ভাতার জন্য আবেদনের স্থান:- ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টার।
✅আবেদনের সর্বশেষ সময়সীমা:- ১০ সেপ্টেম্বর ২০২৩ ইং।
✅ ভাতা প্রাপ্তির মাধ্যম :- G2P পদ্ধতিতে মোবাইল ব্যাংকিং নগদ অ্যাকাউন্টের মাধ্যমে।
✅ ভাতা প্রাপ্তির যোগ্যতা শর্তাবলী:-
1️⃣ বয়স্ক ভাতার ক্ষেত্রে ৩০ জুন ২০২৩ ইং তারিখে আবেদন কারীর বয়স পুরুষ ৬৫ বছর ও মহিলা ৬২ বছর হতে হবে।
2️⃣ বিধবা ভাতার ক্ষেত্রে স্বামীর অনলাইন মৃত্যু নিবন্ধন সনদ / নিগৃহীতা প্রত্যয়ন অনলাইন আবেদন কপি সহ ইউনিয়ন পরিষদের মাধ্যমে উপজেলা সমাজসেবা কার্যালয়ে জমা প্রদান করতে হবে। অন্যথায় আবেদন বাতিল বলে গণ্য হবে।
3️⃣ প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ড অবশ্যই থাকতে হবে।
✅ আবেদনকারীর প্রয়োজনীয় কাগজপত্র:-
1️⃣ অবশ্যই বৈধ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
2️⃣ অনলাইন মোবাইল ব্যাংকিং নগদ একাউন্ট থাকতে হবে। যা আবেদন করার অন্তত ২৪ ঘন্টা পূর্বে খোলা থাকতে হবে।
🚫[বিঃ দ্রঃ- প্রতারক বা দালাল থেকে সাবধান! এই কার্ড করতে কোন প্রকার টাকা-পয়সা লাগে না। এটি সম্পূর্ণ বিনামূল্য করা হয়। যেহেতু এই ভাতা অনলাইনে প্রদান করা হয়, সেহেতু  কারো সাথে কোনো প্রকার অবৈধ লেনদেন করবেন না, পিন/পাসওয়ার্ড কারো সাথে শেয়ার করবেন না । এ ব্যাপারে অধিকতর তথ্যের জন্য সরাসরি চেয়ারম্যান ও সচিব বরাবরে যোগাযোগ করার অনুরোধ করা হলো।]
অনুরোধক্রমে—
মো: বেলায়েত হোসেন সোহেল
চেয়ারম্যান, ৯নং নবীপুর ইউনিয়ন পরিষদ,
সেনবাগ, নোয়াখালী।
Attachments
Publish Date
23/08/2023
Archieve Date
06/10/2050