Title
গোপালপুর-বড় চারিগাঁও মৌজায় সম্ভাব্য প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র পরিদর্শনে
Details
আগামীর নবীপুর হবে উন্নত, সমৃদ্ধ, রূপকল্পের একটি মডেল ইউনিয়ন। গোপালপুর-বড় চারিগাঁও মৌজায় সম্ভাব্য প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র পরিদর্শনে আসেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নোয়াখালী মহোদয়। আশা করি বাংলাদেশের বুকে "নবীপুর ইউনিয়ন" একটি নতুন অধ্যায় রচিত হবে ইনশাআল্লাহ।