Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
তিনটি স্থানে নলকূপ (টিউবওয়েল) বসিয়ে তৃষ্ণার্ত মানুষের পানির পিপাসা মেটানোর নিমিত্তে বিশুদ্ধ ও সুপেয় পানির ব্যবস্থা।
Details
পবিত্র হাদিস শরিফে বর্ণিত আছে— 'এক সাহাবি মহানবি হজরত মুহাম্মদ (সা:)-কে এসে বললেন, আপনার নিকট কোন সদকা সর্বাধিক পছন্দনীয়? তিনি বললেন, পানি পান করানো। — আল হাদিস। (সুনানে আবু-দাউদ)
আলহামদুলিল্লাহ,  গোপালপুর কালার টেক রাস্তার পাশে তৃষ্ণার্ত পথিক ও আমার প্রিয় জনসাধারণের জন্য, সে সাথে গোপালপুরের অন্যতম দ্বিনি শিক্ষাপ্রতিষ্ঠান ওয়াজি আল কুরআন অ্যাকাডেমির ছোটো ছোটো কলিজার টুকরা কুরআনের পাখিদের জন্য এবং বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আনোয়ারের বাড়ি এই তিনটি স্থানে নলকূপ (টিউবওয়েল) বসিয়ে তৃষ্ণার্ত মানুষের পানির পিপাসা মেটানোর নিমিত্তে বিশুদ্ধ ও সুপেয় পানির ব্যবস্থা করে দিলাম। আশা করি, গ্রীষ্মের এ প্রখর উত্তাপে জনমানুষের নাভিশ্বাস অবস্থায় জনসাধারণের জন্য কিছুটা হলেও সুপেয় পানির সংস্থান স্বস্তিদায়ক হবে।
Attachments
Publish Date
24/05/2024
Archieve Date
30/06/2055