Title
নবীপুর ইউনিয়নবাসী ইতিমধ্যে নবীপুর ইউনিয়নে ০৪ (চার) টি প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ এনে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়
Details
"একটি স্মার্ট ইউনিয়ন বিনির্মাণ করাই হচ্ছে আমার দৃঢ় প্রত্যয়"
প্রিয়, নবীপুর ইউনিয়নবাসী ইতিমধ্যে নবীপুর ইউনিয়নে ০৪ (চার) টি প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ এনে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করেছি।
প্রকল্পগুলো হচ্ছে :-
১। নলদিয়া সিরাজ মিয়ার বাজার থেকে নলদিয়া প্রাইমারি স্কুল সড়ক বরাদ্দ - ১,৩২,০০,০০০/- (এক কোটি বত্রিশ লক্ষ) টাকা।
২। পশ্চিম গোপালপুর আলী মিয়া সড়ক বরাদ্দ - ১,২২,০০,০০০/- (এক কোটি বাইশ লক্ষ) টাকা।
৩।
গবাদিয়া বসুরহাট খালে - দেবিসিংপুর ইসমাইল কারী (আমার নিজের বাড়ি সড়কে) ব্রিজ বরাদ্দ - ৪০,০০,০০০/- (চল্লিশ লক্ষ) টাকা।
৪। গবাদিয়া বসুরহাট খালে - দেবিসিংপুর মাওলানা আজহারুল ইসলামের বাড়ির সামনে - রিয়াজুল জান্নাহ্ মাদ্রাসা সড়কে ব্রিজ বরাদ্দ- ৪০,০০,০০০/- (চল্লিশ লক্ষ) টাকা।
শীঘ্রই প্রকল্প গুলোর কাজ আরম্ভ হয়ে যাবে। এর সুফল ভোগ করবে আমার প্রানের ইউনিয়নবাসী।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোরশেদ আলম কে আমাকে সকল প্রকার সহযোগিতা করার জন্য।