চিকিৎসা বা স্বাস্থ্য সেবা পাওয়া মানুষের মৌলিক অধিকারগুলোর একটি। সে কথা মাথায় রেখে আমার ইউনিয়নের স্বাস্থ্যখাতকে আরও বেগবান করার স্বার্থে নবীপুর ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের জন্য উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি -জাইকা এর যৌথ অর্থায়ন) এর বরাদ্দে হাসপাতালের উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করলাম। উক্ত কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপজেলা নির্বাহী অফিসার, সেনবাগ, জনাব জিসান বিন মাজেদ, আগত অন্যান্য অতিথি বৃন্দ, সম্মানিত ইউপি সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। নবীপুর ইউনিয়নের স্বাস্থ্যসেবা প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে স্বাস্থ্য বিভাগে কর্মরত সংশ্লিষ্ট সবাইকে নিয়ে মত বিনিময় করা হয়। ইনশাআল্লাহ, আমার আরেকটি নির্বাচনী প্রতিশ্রুতি ❝উক্ত কেন্দ্রে অচিরেই নরমাল ডেলিভারি সেন্টার❞ চালু হতে যাচ্ছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS