Title
বিষ্ণুপুর আবদুল হাকিমের টেক থেকে চৌকিদার বাড়ির দরজা (মুসলিম বাজার) পর্যন্ত সড়কটি পাকা
Details
একটি আধুনিক স্মার্ট উন্নত বিষ্ণুপুর বিনির্মাণ করাই হচ্ছে আমার লক্ষ্য।
বিষ্ণুপুরের মানুষগুলো আমাকে সম্মানিত করেছে। তাদের ঋণ পরিশোধ করা আমার দায়িত্ব। নির্বাচনের সময় প্রতিশ্রুতি দিয়েছিলাম- বিষ্ণুপুর আবদুল হাকিমের টেক থেকে চৌকিদার বাড়ির দরজা (মুসলিম বাজার) পর্যন্ত সড়কটি পাকা করে দিব। মহান আল্লাহর অশেষ রহমতে- সেই প্রতিশ্রুতি আজকে বাস্তবায়নের পথে। ১,৩৯,০০০০০/- (এক কোটি ঊনচল্লিশ লক্ষ) টাকা ব্যয়ে- প্রিয় মানুষগুলোকে সাথে নিয়ে সড়কটির কাজের শুভ উদ্বোধন করলাম।