Title
মমিন উল্লাহ সরকারী প্রাথমিক বিদ্যালয় টু জয় বাংলার হাট রোড মেরামত কাজের শুভ উদ্বোধন
Details
"গ্রাম হবে শহর"
মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার I
আমার অঙ্গীকার, নবীপুরে মেরামত বিহীন একটি রাস্তা ও থাকবে না I নির্বাচনের সময় বলেছিলাম আমার উপর আস্থা রাখুন উন্নয়নের দায়িত্ব আমার I প্রিয় জনগন আমার প্রতি আস্থা এবং বিশ্বাস রেখে নির্বাচিত করেছেন I আমি আমার প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছি I মমিন উল্লাহ সরকারী প্রাথমিক বিদ্যালয় টু জয় বাংলার হাট রোড ৭২,৩৮৯৮৪/- বাহাত্তোর লক্ষ আটত্রিশ হাজার নয় শত চৌরাশি টাকা ব্যায়ে মেরামত কাজের শুভ উদ্বোধন করলাম I
ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সংসদ সদস্যকে আমাকে সকল প্রকার সহযোগিতা করার জন্য I