Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
টিসিবি ফ্যামিলি কার্ডধারীদের কার্ড যাচাই-বাছাইয়ের জন্য- ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
Details
প্রিয় নবীপুর ইউনিয়নবাসী,
আসসালামু আলাইকুম/আদাব
এতদ্দ্বারা নবীপুর ইউনিয়নের টিসিবি ফ্যামিলি কার্ডধারীদের জানানো যাচ্ছে যে, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশব্যাপী নিম্ন আয়ের পরিবারগুলোর কাছে আরও এক দফায় টিসিবি ফ্যামিলি কার্ডের মাধ্যমে- ১ কেজি চিনি = ৭০/- টাকা + ২ কেজি মসুরের ডাল= ১২০/- টাকা + চাউল ৫ কেজি =১৫০/- টাকা, সর্বোমোট = ৩৪০/- (তিন  শত চল্লিশ) টাকায় পণ্য বিক্রি করবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সে অনুযায়ী নবীপুর ইউনিয়নেও ৭৯১ জন কার্ডধারীগণের মাঝে- নিম্মে উল্লেখিত তারিখে পণ্য বিক্রয় কার্যক্রম অনুষ্ঠিত হবে। 
তারিখ : ৩০-০৪-২০২৪ইং, রোজ-  মঙ্গলবার, সকাল ৯টায়।
স্থান: ইউনিয়ন পরিষদ কার্যালয়
গ্রাম: গোপালপুর- ০১, গোপালপুর- ০২, ও বড় চারিগাঁও- ০৩,
তারিখ: ০১-০৫-২০২৪ইং, রোজ- বুধবার, সকাল ৯টায়,
স্থান: ইউনিয়ন পরিষদ কার্যালয়।
নবীপুর-০৪, নলদিয়া-০৪ ও শ্রীপদ্দি-০৬ 
তারিখ: ০২-০৫-২০২৪ইং, রোজ- বৃহস্পতিবার, সকাল ৯টায়,
স্থান: ইউনিয়ন পরিষদ কার্যালয়
দেবীসিংহপুর-০৭, বিষ্ণুপুর-০৮ এবং গোবিন্দপুর-০৯
[বি:দ্র:- কার্ডধারীর কার্ড যাচাই-বাছাইয়ের জন্য- ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আসার সময় কার্ডধারীর NID কার্ড, পিতা অথবা মাতার NID কার্ড, বিবাহিত হলে স্ত্রী অথবা স্বামীর NID কার্ড এবং মোবাইল নাম্বার নিয়ে আসতে হবে। কার্ডধারীরগন যথাসময়ে যথাস্থানে উপস্থিত না থাকলে উক্ত  কার্ডধারীর কার্ড বাতিল বলে গণ্য হইবে। এবং ৩৪০/- (তিন  শত চল্লিশ) টাকার বিনিময়ে পণ্য সংগ্রহ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। ]
আদেশক্রমে
উপজেলা নির্বাহী অফিসার
সেনবাগ, নোয়াখালী।
এবং
মোঃ বেলায়েত হোসেন সোহেল, 
চেয়ারম্যান, ৯নং নবীপুর ইউনিয়ন পরিষদ,
সেনবাগ, নোয়াখালী।
Attachments
Image
Publish Date
29/04/2024
Archieve Date
30/04/2056